আমুদরিয়া নিউজ : চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের রাষ্ট্রীয় সফর শেষে বৃহস্পতিবার জারি করা এক যৌথ বিবৃতিতে চিন ও মালয়েশিয়া দক্ষিণ চিন সাগরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বের উপর জোর দিয়েছে। জিনপিংয়ের সফরের সময় চিন ও মালয়েশিয়া বাণিজ্য ও পর্যটন থেকে শুরু করে রেল পরিবহন এবং কৃষি নিয়ে ৩১টি চুক্তি স্বাক্ষর করেছে। ভিয়েতনামসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশের সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে জিনপিং কম্বোডিয়ার উদ্দেশ্যে রওনা হন।
