আমুদরিয়া নিউজ: চিনে মনে হয় সাংবাদিকতা করা সবচেয়ে কঠিন ব্যাপার। কারণ, ২০২৪ সালে চিনে ৫০ জন সাংবাদিককে জেলবন্দি করা হয়। ওই বছরে পৃথিবীর আর কোনও দেশে এত সংখ্যক সাংবাদিককে জেলে রাখার ঘটনা ঘটেনি।
তবে সাংবাদিকদের জেলে পোরার ব্যাপারে দ্বিতীয় স্থান দখল করেছে ইসরায়েল। সেখানে ওই বছরে ৪৩ জন সাংবাদিককে জেলে বন্দি করা হয়। ইসরায়েলে জেলবন্দি সাংবাদিকদের সকলেই প্যালেস্টাইনের। ওই সময়ের মঘ্যে ৩৫ সাংবাদিককে জেলে বন্দি করে তৃতীয় স্থানে মায়াম্মার। ৩১ জনকে আটক করে চতুর্থ স্থানে বেলারুশ। ৩০ জন সাংবাদিকে কারাগারে নিয়ে পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া।
আমেরিকার বেসরকারি সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)শুক্রবার ২০২৪ সালের জেলবন্দি সাংবাদিকদের সংখ্যা সামনে এনেছে। তাতে ২০২৪ সালে সারা পৃথিবীতে মোট ৩৬১ জন সাংবাদিককে গ্রেফতার করে জেলে পাঠানো হয়।
ওই তালিকায় ভারত রয়েছে ১৫ তম স্থানে। ভারতের ৩ জন সাংবাদিককে জেলবন্দি করা হয়। তাঁদের মধ্যে দুজন জম্মু কাশ্মীরের। বাংলাদেশে ৪ জনক সাংবাদিককে গ্রেফতার করা হয়। সে দিক থেকে বাংলাদেশ ১৪ তম স্থানে রয়েছে। সব মিলিয়ে সাংবাদিকতা করাটা যে কতটা ঝুঁকির, সেটা বোঝাই যাচ্ছে।