আমুদরিয়া নিউজ : সব ঠিক থাকলে ২০২৩০ সালে চাঁদের মাটিতে মহাকাশচারীদের পাঠাবে চিন। সে জন্য প্রস্তুতি চলছে। সোমবার তারই অঙ্গ হিসেবে চাঁদের মাটিতে মহাকাশচারিরা কি পরে নামবেন সেই পোশাকের নমুনা দেখিয়েছে চিন।
সে দেশের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণ পূর্ব চিনে স্পেসস্যুট টেকনোলজিতে ওই পোশাক উন্মোচন করা হয়েছে।