আমুদরিয়া নিউজ : চিন তিব্বতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করবে বলে ঘোষণা করেছে। সেখানে ইয়ারলুং জাংবো নদীর নিচের অংশে বাঁধ হবে। যা বছরে ৩০০ বিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। বছরে ৩০ হাজার কোটি কিলোওয়াট-ঘণ্টা পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে। চিনের মধ্যাঞ্চলে অবস্থিত থ্রি জর্জেস বাঁধের উৎপাদন ক্ষমতার তিন গুণের বেশি উৎপাদন হবে প্রস্তাবিত প্রকল্পে। এখন থ্রি জর্জেস ড্যাম বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ ড্যাম হিসেবে পরিচিত।
তিব্বতে প্রস্তাবিত নদীবাঁধ হলে তা ভারত ও বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করতে পারে। কারণ, ইয়ারলুং জাংবো ভারতে ঢুকে ব্রহ্মপুত্র নদী হিসেবে পরিচিত। এটি তিব্বত ছেড়ে দক্ষিণে ভারতের অরুণাচল প্রদেশ এবং অসম রাজ্যে এবং অবশেষে বাংলাদেশে প্রবাহিত হয়।
তবে চিনের দাবি, তিব্বত অঞ্চলের জলবিদ্যুৎ প্রকল্পটি পরিবেশের ওপর কিংবা নিম্নভাগে জল সরবরাহ ব্যবস্থার ওপর বড় কোনও প্রভাব ফেলবে না। পরিবেশবিদদের অনেকের আশঙ্কা, নয়া প্রকল্পের কারণে স্থানীয় বাস্তুতন্ত্রে ব্যাপক পরিবর্তন হবে। এমনকী,, এটি নদীর নিম্নধারার জল প্রবাহ ও গতিপথকেও পাল্টে যেতে পারে। চিন ইতিমধ্যেই তিব্বতের পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত ইয়ারলুং জাংপো নদীর ওপরের দিকে জলবিদ্যুৎ উৎপাদন শুরু করেছে।