আমুদরিয়া নিউজ : পাকিস্তানের আমান-২০২৫ নৌ-মহড়ায় যোগ দিল চিন। করাচিতে ৭-১২ ফেব্রুয়ারি, ৩২টি দেশের অংশগ্রহণে মহড়া। জলদস্যু বিরোধী, সামুদ্রিক নিরাপত্তার উপর জোর দেওয়া হবে, বলে খবর মেলে। গত মাসে, চিন ভারত মহাসাগরে দুটি গবেষণা জাহাজ পাঠিয়েছে বলে জানা গেছে, যা উদ্বেগ বাড়িয়েছে।
