আমুদরিয়া নিউজ : মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংকে প্রতিশোধমূলক শুল্ক তুলে না নিলে অতিরিক্ত ৫০% শুল্ক আরোপের হুমকি দেন। তার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বেইজিংয়ের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, তাঁরা কখনই আমেরিকার হুমকি মেনে নেবে না এবং শেষ অবধি লড়াই করে যাবে। বিশ্লেষকরা বলছেন, এই অচলাবস্থা এই দুই দেশের অর্থনীতির মধ্যে বিরাট প্রভাব ফেলবে।
