আমুদরিয়া নিউজ : ভারত ও বাংলাদেশে য়ে নদীর নাম ব্রহ্মপুত্র, চিনে সেই নদীর নাম ইয়ারলুং জাংবো। তিব্বত থেকে নদীটি প্রবাহিত হয়েছে। সেই নদীতে পৃথিবীর সবচেযে বড় জলবিদ্যুৎ বাঁধ তৈরি করতে চাইছে চিন। তা জানার পরে উদ্বেগ জানাল ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল সম্প্রতি এই বিষয়ে এক প্রশ্নের উত্তরে জানান, এই বাঁধের বিষয়ে ভারতের মতামত ও উদ্বেগের কথা চিনকে জানানো হয়েছে।
তিনি এটাও জানান, অভিন্ন নদীর ক্ষেত্রে ভাটার দেশেরও কিছু অধিকার আছে। রাজনৈতিক ও বিশেষজ্ঞ পর্যায়ে সেই অধিকারের কথা বারবার জানানো হয়েছে। সেই অধিকার ও স্বার্থের বিষয়ে ভারত নজর রাখছে। সরকার প্রয়োজনমতো পদক্ষেপও করবে।