আমুদরিয়া নিউজ : ভারতীয় সেনাবাহিনীর পর্বতারোহীরা অরুণাচল প্রদেশের একটি অনামী শৃঙ্গ জয় করে তিব্বতী ধর্মগুরু দলাই লামার নামে নাকরণ করায় তীব্র প্রতিক্রিযা জানাল চিন। সংবাদ সংস্থা সূত্রের খবর, চিনের বিদেশ মন্ত্রকের এক প্রতিনিধি বৃহস্পতিবার এক বিবৃতিতে অভিযোগ করেন, অরুণাচল প্রদেশের ওই চূড়াটি এভাবে তিব্বতী ধর্মগুরু ষষ্ঠ দলাই লামার নামে নামকরণটা বেআইনি।
ন্যাশনাল ইন্সটিটিউট অব মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস (এআইএমএএস) সংক্ষেপে নিমস দুদিন আগে ওই শৃঙ্গে আরোহণ করেছে। পৃথিবীর কারও পা এই প্রথম ওই শৃঙ্গে পড়ল। সেনা অভিযাত্রীদের পক্ষ থেকে শৃঙ্গটির নামকরণ করা হয়েছে ষষ্ঠ তিব্বতী ধর্মগুরু দলাই লামার নামে। যিনি ১৬৮২ সালে জম্মগ্রহণ করেছিলেন। জ্ঞান ও শান্তির প্রতীক হিসেবে তিনি পূজিত হন।