আমুদরিয়া নিউজ : আমেরিকায় স্থানীয় ভোটে প্রভাব খাটানোর অভিযোগে একজন চিনা নাগরিককে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ। আমেরিকা অনেকদিন ধরেই অভিযোগ করেছে, সে দেশে ভোটে প্রভাব খাটাচ্ছে রাশিয়া, চিন এবং ইরানের মতো কয়েকটি দেশ। সেই দেশগুলো তা ভিত্তিহীন বলে দাবি করেছে। বৃহস্পতিবার আমেরিকায় সান নামে চিনা নাগরিককে ধরা হয়েছে।
মার্কিন সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, দু বছর আগে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি সিটি কাউন্সিলে নির্বাচিত একজন রাজনীতিকের পাবলিসিটি ম্যানেজার হিসেবে কাজ করেছেন ওই চিনা নাগরিক। আমেরিকার দাবি, বেইজিংয়ের অবৈধ এজেন্ট বলে অভিহিত করা হয়েছে। চিনের পক্ষ থেকে এখনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।