আমুদরিয়া নিউজ : বাংলাদেশে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার হওয়া চিন্ময়কৃষ্ণ প্রভুর জামিনের শুনানি এগিয়ে আনার জন্যে ফের চট্টগ্রাম আদালতে আর্জি জানাবেন তাঁর আইজীবী। এর আগে আইজীবী রবীন্দ্র গোষ ওই আর্জি জানাতে গেলে তাঁকে হেনস্থা করা হয়। পুলিশ তাঁকে উদ্ধার করে। পরে মানবাধিকার কর্মী তথা আইনজীবী রবীন্দ্রবাবু অভিযোগ করেন, তাঁকে কোর্ট রুমে ধাক্কা দেওয়া হয়।
অবশ্য আদালতের তরফে জানানো হয়, চিন্ময়কৃষ্ণের পক্ষের আইনজীবীর উপযুক্ত ওকালতনামা না থাকায় এই আর্জি খারিজ হয়ে যায়। আজ, বৃহস্পতিবারও ফের চিন্ময় প্রভুর জামিন মামলা এগিয়ে নিয়ে আসার জন্যে চট্টগ্রাম আদালতে আবেদন করবেন আইনজীবী।