আমুদরিয়া নিউজ : সোমবার সকালে আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের ছোট চৌকিরবস গ্রাম থেকে উদ্ধার হয় চিতল হরিনের শাবক। সকাল বেলা হরিণ শাবকটিকে গ্রামে ঘুরতে দেখে গ্রামবাসীরা খবর দেন বন দপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের সাউথ রায়ডাক রেঞ্জের বন কর্মীদের। খবর পেয়ে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হরিন শাবকটিকে উদ্ধার করে নিয়ে যান। বন কর্মীরা জানান হরিন শাবকটির বয়স আনুমানিক দশ দিন। এত কম বয়সী একটি হরিন শাবক কিভাবে জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে এসেছে তা ভেবে পাচ্ছেননা বন কর্মীরা।
তাদের অনুমান বক্সা ব্যাঘ্র প্রকল্পের সাউথ রায়ডাক রেঞ্জের জঙ্গল থেকে শাবকটি কোনোভাবে লোকালয়ে চলে এসেছে।
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম