আমুদরিয়া নিউজ : প্রাগ মাস্টার্স এর দ্বিতীয় রাউন্ডে তুরস্কের গুরেল এডিসের বিরুদ্ধে টানা দ্বিতীয় ড্র খেলেন গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানাদ্ধা । অপরদিকে জার্মানির ভিনসেন্ট কেইমারের বিরূদ্ধে দুর্দান্ত জয়লাভ করেন অরবিন্দ চিথম্বারাম । গ্র্যান্ডমাস্টার থাই দাই ভ্যানের বিরুদ্ধে প্রথম রাউন্ডের খেলায় বিপদসীমা থেকে বেরিয়ে আসার পরে প্রথম জয় অর্জন করেন তিনি।
