আমুদরিয়া নিউজ : জয়া শেট্টি খুনে ছোটা রাজনকে জামিন দিল বম্বে হাইকোর্ট। ওই মামলা ছোটা রাজনের যাবজ্জীবন সাজা হয়। তা স্থগিত করা হয়েছে। তাকে জামিন দেওয়া হয়েছে। ২০০১ সালে মুম্বইতে হোটেল মালিক জয়া শেট্টির হত্যাকাণ্ডে ছোটা রাজনের নাম জড়ায়। একাধিক ফৌজদারি মামলার জেরে জেলেই থাকতে হবে ছোটা রাজনকে।