আমুদরিয়া নিউজ : আমেরিকার ফ্লোরিডায় একটি সিনেমা হলে অস্কারজয়ী ডকুমেন্টারি নো আদার ল্যান্ড দেখানো হয়েছিল। কিন্তু, সিনেমাটি একপেশে, এই অভিযোগে মালিকের সঙ্গে সব চুক্তি বাতিল করে দিয়েছেন সেখানকার মেয়র। তিনি জানিয়েছেন, ওই হল মালিককে যে ৪০ হাজার ডলার সাহায্য করা হতো তাও বন্ধ করা হল। এই সিনেমাটি বাসিল আন্দ্রা পরিচালনা করেছেন। যেখানে ইজরায়েলের সেনাবাহিনীর অত্যাচারে কীভাবে প্যালেস্টাইনের একটি এলাকার মানুষ পীড়িত সেটা দেখানো হয়েছে।
