আমুদরিয়া নিউজ : জুনিয়র ডাক্তারদের অনশন চলছেই। এবার সেই অনশনকারীদের পাশে থাকার বার্তা দিতে একদিনের প্রতীকি অনশনে বসলেন বৃহত্তর শিলিগুড়ি নাগরিক সমাজের সদস্য-সদস্যারা। শিলিগুড়ির হাসমি চকের মঞ্চ বেঁধে অনশনে বসেছেন তাঁরা। সকাল ৮টা থেকে রাত ৮টা অবধি অনশন হবে। ওই মঞ্চে সামিল হয়েছেন শিলিগুড়ির বিশিষ্টজনদের অনেকেই। একটি লিফলেটও বিলি করা হচ্ছে সেখানে।
ঘটনা হল, আরজিকর কাণ্ডের জেরে তোলপাড় এখন গোটা দেশ। আরজিকর কাণ্ডের পরে রাত জাগো আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়েছিল বিচার পাওয়ার আশা। কিন্তু একের পর এক দিনের পর দিন আন্দোলন হয়েই চলেছে। কোনরূপ কোন সুবিচার আমরা এখনো পাইনি। গত কয়েকদিন যাবত জুনিয়ার ডাক্তাররা অনশনে বসেছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর ভাবে অসুস্থ হয়েছেন। কিন্তু, সরকারের তরফ থেকে কোন সুবিচারের আশা মিলচে না বলে অনেকে মনে করছেন। তাই নাগরিকদের অনেকে ডাক্তারদের পাশে থাকার বার্তা দিতে শিলিগুড়িতে শুরু করেছেন এই প্রতীকী অনশন।
আজ, সন্ধের পর এক কার্নিভালের আয়োজন করা হয়েছে। গান কবিতা এসবের মধ্য দিয়ে চলছে এই অনশন এই আন্দোলন। সেই সঙ্গে গণচেতনা নাগরিক মঞ্চ থেকে প্রকাশিত একটি লিফলেট বিলি হচ্ছে সেখানে।
তাতে যা লেখা রয়েছে তা হল, “শহর শিলিগুড়ি ও মহকুমার সুজন সহনাগরিকবৃন্দের প্রতি আবেদন: ধর্ষণ ও খুনের আবহাওয়াতে আড়ম্বরপূর্ণ উৎসবের বিরুদ্ধে, বিসর্জনের পরে কার্নিভালের বিরুদ্ধে সরব হন। দেবীপক্ষে পুজোয় থাকার অর্থ তিলোত্তমার ন্যায় বিচারের পক্ষে থাকা, চিকিৎসক সন্দীপ ঘোষদের দুর্নীতির সিন্ডিকেট, সরকারি স্বাস্থ্য ও ডাক্তারি শিক্ষা ব্যবস্থার অপকর্ম এবং প্রকৃত অপরাধীদের সুরক্ষার অন্তরাল দেবার অপচেষ্টার বিরুদ্ধে লড়াই জারি রাখা। আসুন তিলোত্তমার সাথে জয়নগরের সেই নয় বছরের ধর্ষিত এবং মৃত শিশুর স্মরণে প্রতিবাদী অবস্থান রাখি এবং অপরাধে জর্জরিত এই ব্যবস্থার বিরুদ্ধে আমাদের ঘৃণা ও দ্রোহ অব্যহত রাখি।” এই অনশন মঞ্চকে ঘিরে যাতে অপ্রীতিকর কোনও পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য কড়া পুলিশ পাহারা ব্যবস্থা ছিল সেখানে।