অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকাদের দ্রুত স্থায়ী করনের দাবিতে বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনের মুখ্য দপ্তর ডুয়ার্স কন্যা অভিযান করলো সিটু আলিপুরদুয়ার জেলা কমিটি। সিটুর আলিপুরদুয়ার জেলা সম্পাদক বিকাশ মাহালি জানান বৃহস্পতিবার শিশু দিবসের দিন সিটু সমর্থিত আলিপুরদুয়ার জেলা অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকা গন মিছিল করে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের মুখ্য দপ্তর ডুয়ার্স কন্যায় যান ও নারী এবং শিশু কল্যান দপ্তরের জেলা প্রকল্প আধিকারিকের মাধ্যমে কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন দপ্তরের মন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেন।
সিটুর জেলা সম্পাদক বলেন দেশের সমস্ত মা ও শিশুদের পুষ্টি ও সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। মহামান্য গুজরাট হাই কোর্টের রায় অনুসারে অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকাদের স্থায়ী করন করে রাজ্য সরকারের গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীর মর্যাদা দিতে হবে। এই দুটি দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রকল্প আধিকারিক স্মারকলিপি গ্রহন করে জানান তিনি এটি যথাযথ স্থানে পাঠিয়ে দেবেন।
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম