আমুদরিয়া নিউজ : আদালতের নির্দেশ একটি প্রাচীন মসজিদের ভেতরে ঢুকে সমীক্ষা করাকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটেছে উত্তরপ্রদেশের সম্ভলে। রবিবার সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে সেখানে। ওই এলাকায় ১৪৪ ধারা জারি হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ করা হয়েছে।
সম্ভলের শাহী জামা মসজিদ নিয়ে আদালতে একটি মামলা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈনের দায়ের করা মামলায় বলা হয়েছে, ওই স্থানে অতীতে ছিল হরিহর মন্দির। মোগল আমলে মন্দির ভেঙে মসজিদ হয়েছিল। সেই প্রেক্ষাপটে সমীক্ষা করার নির্দেশ দেয় আদালত। ১৯ নভেম্বর পুলিশ পাহারায় প্রথম দফার সমীক্ষা হয়। তা নিয়ে উত্তেজনা ছিল। রবিবার দ্বিতীয় দফার সমীক্ষার জন্য পুলিশ পাহারায় সমীক্ষকরা গেলে বাধা দেন একদল বাসিন্দা। পুলিশ ও সমীক্ষক দলকে লক্ষ্য করে ইট-পাথর ছোঁডা় হয়। পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে। পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়।