উত্তরাখণ্ডের ক্লাস টেনের কিশোরীকে দিল্লির হোটেলে গণধর্ষণের অভিযোগ, ধৃত ৫
আমুদরিয়া নিউজ : উত্তরাখণ্ডের এক কিশোরীকে দিল্লির হোটেল দুদিন ধরে পাঁচ যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ। কিশোরীটি গত ৪ অক্টোবর বাড়ি থেকে না বলে চলে যায়। বাড়ির লোক পুলিশকে জানান। পুলিশ সিসি ক্যামেরা দেখে জানতে পারে, কিশোরীটি দিল্লির ট্রেনের উঠেছে। মোবাইলের লোকেশন দেখে দিল্লির হোটেলের হদিস পায়। সেখানে গিয়ে তাকে উদ্ধার করে। ধৃতরা ফুঁসলে তাকে হোটেলে তুলেছিল বলে সন্দেহ।