আমুদরিয়া নিউজ : দুটি স্কুলের ছাত্রদের সংঘর্ষে গুরুতর আহত হয়েছে দশম শ্রেণির এক ছাত্র। শুক্রবার রাতে তাঁর মৃত্যু ঘটে। ঘটনাটি বৃহস্পতিবার, কেরলের থামারাসেরির। মৃতের নাম মহম্মদ শাহাবাস (১৬)। ৫ জন ছাত্রের বিরুদ্ধে অভিযোগ ওঠে। সকলেই নাবালক হওয়ায় তাদের জুভেনাইল জাস্টিস বোর্ডে হাজির করা হবে। ঘটনার তদন্ত চলছে।
