আমুদরিয়া নিউজ : মধ্যপ্রদেশের ছতরপুরে এক কিশোরকে জুতো চাটতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কিশোরটি একাদশ শ্রেণিতে পড়ে। দশেরার দিন ঘটনাটি ঘটে, ভিডিও ভাইরাল হতেই পুলিশ আসরে নামে। কিশোরের বাড়ির লোকজন অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, দ্রুত অপরাধীদের ধরা হবে।