আমুদরিয়া নিউজ : প্রথম বর্ষের এক ছাত্রীকে কুকথা বলা ও লাগাতার হুমকি দেওযার অভিযোগে এন আই টির এক ছাত্রকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার হিমাচল প্রদেশের হামিরপুর এনআইটি-তে ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, সেখানে ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশনের প্রথম বর্ষের ছাত্রী ডিনকে জানায়, তাঁকে এক সহপাঠী নিয়মিত কুকথা বলছে, হুমকি দিচ্ছে। তা নিয়ে খোঁজখবর শুরু করে কর্তৃপক্ষ। ইতিমধ্যে বৃহ্স্পতিবার প্রথম বর্ষের ছাত্রীরা দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে হস্টেল থেকে বেরিয়ে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।
তাঁরা ক্লাস বয়কট করেন। এর পরে ডিনের মাধ্যমে পুলিশের কাছে অভিযোগ যায়। পুলিশ গিয়ে ছাত্রটিকে গ্রেফতার করে।