আমুদরিয়া নিউজ : ভুয়ো কল ও কেওয়াইসি লিঙ্কে ক্লিক করে লক্ষাধিক টাকা হারালেন এক মহিলা। সম্প্রতি, তিনি নিয়ে এক ভিডিওতে এই প্রতারণার কথা সকলকে জানান। জানা গিয়েছে, অ্যাক্সিস ব্যাংকের কর্মকর্তা সেজে একজনের ফোন কলে সাড়া দেওয়ার পর, হোয়াটসঅ্যাপ লিঙ্কে এক ভুয়ো কেওয়াইসি ফরমে নিজের ব্যাঙ্কের যাবতীয় তথ্য দিয়ে দেন তিনি। কিছুক্ষন বাদে তাঁর ব্যাঙ্ক থেকে ৫০,০০০ টাকা কেটে নেওয়ার মেসেজ আসে। তিনি অবশেষে তাঁর কাছে ৮০০ টাকা পড়ে থাকে। প্রায় ১ লক্ষ টাকা হারিয়েছেন তিনি। বর্তমানে এত সতর্কতা জারির পড়েও কি করে কেও এমন ভুল করে, সেটাই সকলকে ভাবাচ্ছে।
