আমুদরিয়া নিউজ ডেস্ক : কয়লা খনিতে বিস্ফোরণের জেরে মৃত্যু হল ৫১ জনের, জখম হলেন ২৫ জন। শনিবার রাত ৯টায় ইরানের দক্ষিণ খোরসান প্রদেশের একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে এমন হয়েছে। ঘটনার পর থেকে ২৪ জনের খোঁজ মিলছে না।
সরকারি সূত্র বলছে, খনিটির দুটি ব্লকে মিথেন গ্যাসের বিস্ফোরণই দুর্ঘটনাটির কারণ। ঘটনার সময় সেখানে ৬৯ জন শ্রমিক ছিলেন।