আমুদরিয়া নিউজ: কোল্ড প্লে-র কনসার্ট নিয়ে ভারতে যেন ঝড় বইছে। সে সব আলোচনা করার আগে জেনে নিন এরা কারা। কোল্ড প্লে একটি ব্রিটিশ রক ব্যান্ড। যেটি ১৯৯৭ সালে তৈরি হয়েছে। চার সদস্যের এই ব্যান্ড একজন কণ্ঠশিল্পী তথা পিয়ানোবাদক, একজন একজন গিটারিস্ট, একজন বেসিস্ট এবং একজন ড্রামার নিয়ে গঠিত। গান, পারফরমেন্স, ফ্যাশন – এস্থেটিক ও সমর্থন তাদের বিশ্বজোড়া জনপ্রিয় করে তুলেছে।
বিশ্বব্যাপী কোল্ড প্লে-র ১০০ মিলিয়নেরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে। এ ছাড়াও স্পোটিফাই এ মাসিক ৯০ মিলিয়ন শ্রোতা বিশিষ্ট শিল্পী তারাই প্রথম। তাঁদের সৃষ্টি ফিউজ প্রথম তাঁদের লক্ষ লক্ষ শ্রোতা এনে দিয়েছে।
এ ছাড়াও ২০২১ সালের “মাই ইউনিভার্স” ছিল বিলবোর্ড হট ১০০ তে প্রবেশ করা কোল্ড প্লের প্রথম গান। তবে কিভাবে সৃষ্টি হলো এই মিউজিক গ্রুপ? এই গ্রুপটি ক্রিস মার্টিন, জনি বাকল্যান্ড, গায় বেরিম্যান ও উইল চ্যাম্পিয়নকে নিয়ে গড়ে ওঠে লন্ডনে।
এই কোল্ড প্লের কনসার্ট নিয়ে মাতামাতি না হলে চলে? তাই তো মুম্বইয়ে কনসার্টের লাইভ টিকিট সাইট ক্র্যাশ করেছিল ২২শে সেপ্টেম্বর । তবে দেখার বিষয় হলো ২৫শে জানুয়ারির কনসার্ট নিয়ে কেমন প্রস্তুতি চলছে!
হ্যাঁ, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হতে চলেছে কোল্ডপ্লের “সবচেয়ে বড় শো”।
এই কনসার্ট নিয়ে হইচই শুধুমাত্র টিকিট কেনাতেই আটকে নেই। এমনকি হোটেল বুক করা হয়ে উঠেছে মুশকিলের ব্যাপার। সম্প্রতি জানা গিয়েছে রাজ্য জুড়ে হোটেল রুমের দাম আকাশ ছুঁয়েছে। অনেক কষ্টে দু চারটে ডিভাইস থেকে চেষ্টা করে টিকিট কিনতে পারলেও রুম পাওয়া যাচ্ছে না বলে অনেক ফ্যানরাই রাগ উগরে দিচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টে। বেরিয়েছে অজস্র মিম এবং হাস্যকৌতুক পোস্ট। নেটিজেনদের টুইট অনুসারে হোটেল রুমের দাম অসম্ভব ভাবে বেড়ে চলেছে। এমনও দেখা যাচ্ছে যে এক রাতের জন্য রুমের ভাড়া প্রায় ১ লাখ। ভাবা যায়! কারোর মতে, আইটিসি নর্মদা আহমেদাবাদে ২৫ তারিখের রুম ভাড়া ৯০ হাজার। তাই স্বাভাবিকভাবেই যদি কোল্ড প্লে-র কনসার্ট দেখতে হয়, তবে তাতে মধ্যবিত্তের ছ’ মাসের মাইনে চলে যাবে।
ফাইভ স্টার হোটেলই নয়, মাঝারি মাপের হোটেলগুলিতেও ৫০ হাজারের বেশি ভাড়া নেওয়া হচ্ছে এদিনের জন্য। বেশি টাকা যাতে খরচ না হয়, সে জন্য অনেক নেটিজেন বহু তরিকা ব্যবহার করছেন। আগে থেকে যারা হোটেল বুক করে রেখেছিলেন, কনসার্ট ঘোষণা হওয়ার পর তাদের কাছ থেকে অ্যাডভ্যান্স টাকা চাওয়া হচ্ছে হোটেলের থেকে। টিকিট নিয়েও চলছে কারচুপি। আগে থেকে টিকিট কিনে রেখে সেগুলিকে ব্ল্যাকে বিক্রি করা হচ্ছে চড়া দামে। স্বাভাবিকভাবেই রাগে ফুঁসছেন ফ্যান ফলোয়ারেরা ।
প্রতিবেদক : সন্ধ্যা দত্ত
ইংরেজি অনার্সের স্নাতক। কনটেন্ট রাইটিংয়ে দক্ষ।
আমুদরিয়া নিউজ তাঁর প্রথম কর্মস্থল।