আমুদরিয়া নিউজ : আমেদাবাদের কনসার্টের আগে সাবধানবাণী পেলো কোল্ডপ্লের খ্যাত গায়ক ক্রিস মার্টিন। এতে বলা হয়েছে কনসার্ট চলাকালীন স্টেজে কোনো শিশুকে কাজে লাগানো যাবে না। ১২০ ডেসিবেলের বেশি আওয়াজ শিশুদের ওপর স্থায়ী প্রভাব ফেলতে পারে এবং এই কারণেই কনসার্ট এ আসা শিশুদের ইয়ারপ্লাগ পড়া মাস্ট।
এইসব নিয়ম না মেনে চললে আহমেদাবাদ জেলা চাইল্ড প্রটেকশন ইউনিট যথাযথ ব্যবস্থা নেবে।