আমুদরিয়া নিউজঃ মাটির প্রদীপে ছেয়ে গেছে হাট-বাজার। সাধারণ এই মাটির প্রদীপ মিলছে ১০ টাকায় দশটি। দামাদামি করে বড়ো জোর ১২ টি পাওয়া যাচ্ছে। ভূত চতুর্দশী থেকে শুরু করে দীপাবলির দিন পর্যন্ত এই মাটির প্রদীপ দেওয়ার রীতি রয়েছে। তবে এর পাশাপাশি আলোর উৎসবে মাটির রঙিন প্রদীপের চাহিদাও দেখা যাচ্ছে বাজারে। দীপাবলিতে বাড়ি সাজাতে, রঙগোলীকে আকর্ষনীয় করে তুলতে কিংবা পুজোতে ব্যবহার করতে রঙিন প্রদীপ কিনছেন অনেকেই। সাধারণ মাটির প্রদীপের চেয়ে এই রঙিন প্রদীপের দাম অনেকটাই বেশি। তবে তাতে কোন অসুবিধা নেই ক্রেতাদের। পছন্দের উপকরণ দিয়ে আলোর উৎসবকে মনের মত করে উপভোগ করার আনন্দটাই প্রধান। ছোট,বড়,মাঝারি বিভিন্ন আকারের এই রঙিন প্রদীপগুলির প্রতিটির মূল্য ১০ টা থেকে শুরু করে ৫০ টাকা। দামে হাত পুড়লেও রঙিন প্রদীপ জ্বালিয়ে আলোর উৎসবে মেতে উঠতে চাইছে সাধারণ মানুষ।
