আমুদরিয়া নিউজ : বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী বুধবার ১৬ অক্টোবর ১৬ অক্টোবর ২০২৪ অর্থাৎ ৩১ আশ্বিন ১৪৩১ বুধবার রাত ৮টা ৪১ মিনিট গতে কজাগরী পূর্ণিমা তিথি শুরু। বৃহস্পতিবার বিকেল ৪টে ৫৬ মিনিটে পূর্ণিমা শেষ।
আবার গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী বুধবার ১৬ অক্টোবর ১৬ অক্টোবর ২০২৪ অর্থাৎ ৩১ আশ্বিন ১৪৩১ বুধবার সন্ধে ৭টা ৪২ মিনিট ৩৭ সেকেন্ড গতে পূর্ণিমা তিথি শুরু। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৭ মিনিট ৩৬ সেকেন্ড গতে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে। তাই সবাই এই সময়ের মধ্যেই লক্ষীদেবীর আরাধনা করা যেতে পারে।
কোজাগরী শব্দের অর্থ ‘কে জেগে আছো’। বাঙালি এবং অসমীয়া হিন্দুদের বিশ্বাস যে, এই শারদ পূর্ণিমার রাতে নাকি স্বয়ং মা লক্ষ্মী মর্ত্যলোক-পরিক্রমায় বের হন। তাঁর আরাধনার রাতে কেউ জেগে আছে কিনা তা দেখতে মর্ত্যে আসেন তিনি।
এই রাতে যে জেগে থাকে, তার ওপরেই প্রীত হন মা লক্ষ্মী এবং তাকে বর দান করেন।
কোজাগরী পূর্ণিমায় কোজাগর ব্রত পালন করে হিন্দুরা। সারাদিন উপোষের পর চাঁদের আলোতে এই ব্রত পালন করা হয়। মা লক্ষ্মী, হিন্দুদের সম্পদের দেবী। কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর পুজো করা হয় কেননা এই দিনটিতে মা লক্ষ্মীর জন্মদিন
বলে বিশ্বাস।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ১৬ অক্টোবর অর্থাৎ ৩১ আশ্বিন বুধবার খাদ্য দিবস।