আমুদরিয়া নিউজ : আপনি নগ্ন ছবি ছড়িয়ে অপরাধ করেছেন, তাই আপনাকে ডিজিটাল এরেস্ট করা হল, এমন ফোন পেয়েছিলেন এক তরুণ। তিনি জানেন ডিজিটাল এরেস্ট বলে কিছু হয় না। তিনি দু চার কথার পরে বলে দেন, ডিজিটাল এরেস্ট করলেও আমাকে ধরে নিতে তো আসতে হবে,নাকি! সাইবার অপরাধী জানায়, সে ও তার টিম আসবে। তরুণী তখন বলেন, আসার সময়ে মোমো নিয়ে আসবেন। এর পরে সাইবার জালিয়াত ফোন কেটে দেয়। এমন একটি কথোপকথনের ভিডিও ভাইরাল।
