আমুদরিয়া নিউজঃ উত্তরাখন্ড যেতে হবে না। এবার বদ্রীনাথ মন্দির দেখতে পিবেন কোচবিহারে। মৈত্রী সংঘ ক্লাব এবার দর্শকদের সামনে তুলে ধরেছেন দেবভূমি উত্তরাখন্ডের চার নামের অন্যতম বদ্রীনাথ মন্দির। সুউচ্চ দর্শনীয় এই মন্দিরের আদলে তৈরি মৈত্রী সংঘের মন্ডপ দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। কোচবিহারের নামী এই ক্লাবের পুজো এবার ৮৩ বছরে পা দিল।
