আমুদরিয়া নিউজঃ কোচবিহারে এবার ভুত বাংলো। কোচবিহার শক্তি সংঘের দুর্গা পূজায় এবারের আকর্ষণ ঘোস্ট হাউজ। যারা ভুতুড়ে ফিলিংস নিতে চান, তারা আসতে পারেন এই মন্ডপে।
অন্ধকারের মধ্য মৃদু আলোর ছটা, সঙ্গে ভৌতিক শব্দ সব মিলিয়ে এক রোমহর্ষক অনুভূতি। ৭০ তম বর্ষে এই পুজো দর্শকদের অন্য অনুভূতি দিবে।