আমুদরিয়া নিউজ: দাবি মতো দুর্গাপুজোর চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গত ১৩ অক্টোবর দক্ষিণ দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুভাষ নগরে।
জখম ওই ব্যবসায়ী সৌমেন বর্মনের অভিযোগ, সৌরভ আইচ ওরফে বাবুলাল নামে স্থানীয় এক তৃণমূল কর্মী পরিবার সহ তাঁকে মারধর করেছেন। ঘটনায় দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তাঁকে ফাঁসানোর চেষ্টা চলছে বলে দাবি অভিযুক্তের। পুলিশ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে।