আমুদরিয়া নিউজ ব্যুরো : যিনি দায়িত্বে ছিলেন, তিনিই চুরি করলে সহজে কী ধরা পড়বে! কিন্তু সিসি ক্যামেরা থাকলে একদিন তো ধরা পড়তেই হবে। এমনই হয়েছে বেঙ্গালুরুর একটি টেক ফার্মে। সেখানকার সিসটেম ইঞ্জিনিয়রকে পুলিশ গ্রেফতার করেছে। তাঁর নাম মুরগেশ এম। তিনি তামিলনাড়ুর বাসিন্দা। বেঙ্গালুরুতেই এখন থাকেন। আপাতত জেলে আছেন।কী করে কী হল তা বলা যাক।
মুরগেশ প্রথমে টমেটোর ফার্ম করেছিলেন। তাতে করোনার সময় প্রচুর লস হয়। পরে ইন্টারনেট ক্যাফে খোলেন। সেখানেও লাভ হয়নি। সব মিলিয়ে প্রায় ২৫ লাখ টাকা দেনা হয় তাঁর। ইঞ্জিনিয়র হওয়ার সুবাদে ওই সংস্থায় চাকরি পান। সেখানে সমস্ত কম্পিউটার, ল্যাপটপ তারই অধীনে ছিল। রোজ একটা-দুটো ল্যাপটপ ব্যাগে হাপিস করতেন। অডিটের সময়ে ধরা পড়চেই সিসি ক্যামেরায় দেকা যায় তিনি সন্ধ্যার বেরোনোর সময় ল্যাপটপ নিয়ে যাচ্ছেন। পুলিশকে বলা হয়। পুলিুশ ৫টি ল্যাপটপ উদ্ধার করতে পেরেছে।