আমুদরিয়া নিউজ : গত লোকসভা ভোটে আম আদমি পার্টির সঙ্গে আসন সমঝোতা করা ভুল হয়েছিল বলে দাবি করল কংগ্রেস। দিল্লি বিধানসভা ভোটের প্রাক্কালে এভাবেই আপকে আক্রমণ করেছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেন্দর যাদব।
যা শোনার পরে অরবিন্দ কেজরিওয়ালের দল আপ কংগ্রেসের বিরুদ্ধে ফের বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগ তুলেছে। কেজরিওয়ালের কটাক্ষ, কংগ্রেস বোঝাচ্ছে ওরা বিজেপির বন্ধু। সে জন্য আপকে আক্রমণ করলেও বিজেপি নিয়ে কংগ্রেস চুপ বলে কেজরিওয়ালের দাবি।