আমুদরিয়া নিউজ : একটি সংস্থার বুথ ফেরৎ সমীক্ষা অনুযায়ী, হরিয়ানায় বিজেপি এবার ক্ষমতাচ্যূত হতে পারে। পরিবর্তে ক্ষমতায় আসরে কংগ্রেস। ওই সমীক্ষা অনুযায়ী, বিজেপি ২৭ থেকে ৩৫টি আসন পেতে পারে। কংগ্রেস ৫১ থেকে ৬১টি আসন পেতে পারে। অন্যান্যরা ৩টি। সব সময় অবশ্য বুথ ফেরৎ সমীক্ষা মেলে না।