আমুদরিয়া নিউজ : এবার ধর্মস্থান আইন মামলায় সামিল হল কংগ্রেস। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে কংগ্রেস ওই মামলায় পক্ষ হওয়ার আবেদন করেছে। কংগ্রেসের পক্ষে মামলায় পক্ষ হতে চেয়ে আবেদনে করেছেন এক শীর্ষ নেতা কে সি বেণুগোপাল। ওই আবেদনের বক্তব্য, দেশের ধর্মনিরপেক্ষ চরিত্র রক্ষায় ধর্মস্থান আইন জরুরি। সেই আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত ও দুরভিসন্ধিমূলক।
কংগ্রেসের মতে, সে সব মামলার উদ্দেশ্য দেশের ধর্মনিরপেক্ষ নীতি নষ্ট করা। অযোধ্যায় রাম জন্মভূমি-বাবরি মসজিদ বিতর্ক যখন তুঙ্গে, সেই সময় ১৯৯১ সালে কংগ্রেস নেতৃত্বাধীন প্রধানমন্ত্রী নরসিংহ রাওয়ের সরকার ধর্মস্থান আইন পাস করেছিল।
সেই আইনে বলা হয়েছে, ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা লাভের দিন দেশের ধর্মস্থান ও উপাসনালয়গুলোর অবস্থা যেমন ছিল, তেমনই থাকবে। কারও চরিত্র বদল করা যাবে না। অযোধ্যা ব্যতিক্রম ছিল কারণ, তা নিয়ে সে সময়ে সুপ্রিম কোর্টে মামলা বিবেচনাধীন ছিল।