আমুদরিয়া নিউজ : হরিয়ানার কংগ্রেস নেত্রী হিমানি নারওয়ালের হত্যা রহস্যের জট খুলতে তদন্তে নেমেছে পুলিশ। গ্রেফতার ১। প্রসঙ্গত, রোহতক বাসস্ট্যান্ডের কাছে নীল সুটকেস থেকে উদ্ধার হয় নেত্রীর দেহ। এর মাঝেই মৃতার মা এক সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন, তাঁর অনুমান হত্যাকারী হয় দলের কেউ, না হয় তাঁর আত্মীয়দের কেউ। ধৃত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করে জানান, হিমানি তাঁর কাছে ক্রমাগত টাকা দাবি করত, যার জেরে অতিষ্ঠ হয়ে সে হিমানিকে খুন করে। খুনির মৃত্যুদণ্ডের দাবি ওঠে। ঘটনার তদন্ত চলছে।
