আমুদরিয়া নিউজ : কোথাও মন্দির রয়েছে। দাবি করা হয়, সেখানে একসময় মসজিদ ছিল। আবার কোথাও মসজিদ রয়েছে। দাবি ওঠে সেখানে মন্দির ছিল। তা নিয়ে বিতর্ক নানা এলাকায় রয়েছে। তাই মন্দির-মসজিদ বা ধর্মস্থান সংক্রান্ত বিতর্ক রোধ করতে দেশে যে ধর্মস্থান আইন রয়েছে তা রূপায়ণের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা চলছে। এবার সেই মামলায় অংশ নিতে চলেছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি (এসপি)। দু-দলের সূত্র জানাচ্ছে, দুই দল আগামী সপ্তাহের শুরুতেই আলাদা করে আবেদন জমা করবে।
প্রসঙ্গত, বাবরি মসজিদ–রাম জন্মভূমি বিতর্ক যখন তুঙ্গে, তখন ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নরসিংহ রাওয়ের সরকার ধর্মস্থান আইন প্রণয়ন করে। তাতে বলা হয়, ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীন হওয়ার দিন দেশের ধর্মস্থান ও উপাসনালয়গুলোর চরিত্র যেমন ছিল, তেমনই থাকবে। তাতে কোনরকম পরিবর্তন করা যাবে না। ব্যতিক্রম শুধু অযোধ্যা।
কিন্তু, ওই আইন হওয়ার পরেও নানা জায়গায় ধর্মস্থান নিয়ে প্রশ্ন উঠছে। সমীক্ষা হচ্ছে। তাই গঠনের পক্ষে ধর্মস্থান আইনের প্রয়োগসংক্রান্ত রায় চূড়ান্তভাবে জানাতে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানানো হয়। আগামী ১২ জানুয়ারি সুপ্রিম কোর্টে ওই মামলার শুনানি শুরু হওয়ার কথা।