আমুদরিয়া নিউজ : প্রায় ১০ লক্ষ মূল্যের নির্মাণ সামগ্রী চুরি হল গ্যাংটকের এমজি মার্গের এক নির্মীয়মান ভবন থেকে। শনিবারের ওই ঘটনার পর চুরি হওয়া সম্পত্তির মালিক একটি অভিযোগ করেছেন। জানা যায়, ইলেকট্রিক তার, কল, লিফট এর জিনিস রাখা ছিল।
অপরাধীকে ধরতে তদন্ত চালাচ্ছে পুলিশ।