আমুদরিয়া নিউজ : দিনহাটা সংহতি ময়দানে গ্যালারি নির্মাণের শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উদ্বোধনের পর বক্তব্য রাখা কালীন তিনি বলেন, মাঠে খেলা চলা কালীন গরু, ছাগল কিংবা মানুষের অবাধ প্রবেশ বন্ধ করতে দেওয়াল আরও উঁচু করা হবে, মাঠটির উচ্চতা বাড়ানো হবে। এ ছাড়াও, দিনহাটা শহরের সার্বিক উন্নয়নের জন্য ৫ কোটি টাকা ব্যয় করে একটি সুইমিং পুল নির্মাণের পরিকল্পনা রয়েছে, এবং নীপেন্দ্র নারায়ন স্মৃতি পাঠাগারের উন্নয়নের কাজও শুরু করা হবে।
