আমুদরিয়া নিউজ : নির্মাণকর্মী ইউনিয়নের আলিপুরদুয়ার জেলা কমিটির পক্ষ থেকে আট দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হলো আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের বিডিও কে। সংগঠনের সদস্যরা মঙ্গলবার মিছিল করে বিডিও অফিস চত্বরে যান ও বিডিওকে ডেপুটেশন দেন।
সংগঠনের পক্ষ থেকে সুনিল পাল জানান এদিন যেসব দাবিতে ডেপুটেশন দেওয়া হয়েছে সেগুলির মধ্যে অন্যতম কয়েকটি হলো কেন্দ্রীয় সরকারের নতুন শ্রম কোড বাতিল করা, নির্মান কর্মীদের আগে যে বাইশ রকমের সুবিধা দেওয়া হতো( যেমন যন্ত্রপাতি কেনা, সাইকেল কেনা মাতৃত্বকালীন ছুটি, কন্যাদের বিবাহের অনুদান, শিক্ষা প্রভৃতি) সেগুলি পুনরায় চালু লরা, রেগা প্রকল্পে বছরে দুশো দিন কাজ প্রদান, নিরত্মান কর্মীদের আবাস প্রকল্পে গৃহ প্রদান,ষাট বছর বয়সী কর্মীদের মাসিক তিন হাজার টাকা পেনশন প্রদান, কর্মীদের ন্যূনতম
মজুরী ছয়শো টাকা করা সহ আরও কয়েকটি দাবি। বিডিও ডেপুটেশন গ্রহন করে জানান তিনি ডেপুটেশনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন।