আমুদরিয়া নিউজ : পাকিস্তানের লাহোরে শিক্ষার্থীদের প্রতিবাদ ও বিক্ষোভের জেরে যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। সেখানে একটি কলেজ ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে ধর্ষণের খবর ছড়িয়ে পড়ার পরে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু হয়েছে। তা সামাল দিতে গেলে সংঘর্ষ বাঁধে।
গত সপ্তাহের শেষ দিকে পাঞ্জাব কলেজ ফর উইমেন ক্যাম্পাসের বেসমেন্টে এক ছাত্রীকে ধর্ষণের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই পরিস্থিতি অশান্ত হয়। পুলিশ দাবি করেছে, কোনও অভিযোগ নেই, সোশাল মিডিয়ায় ভুল খবর ছড়ানো হয়ে থাকতে পারে। এখনও অবধি বিক্ষোভে জড়িত থাকাযর অভিযোগে ৩৮০ জন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে।