আমুদরিয়া নিউজ : এক দেশ-এক ভোট বিল খতিয়ে দেখার জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠকেই তুমুল বিতণ্ডা হল। বিরোধী দলের প্রতিনিধিরা একসঙ্গে লোকসভা, বিধানসভা ভোট হলে তাতে খরচ কমবে কীভাবে সেই প্রশ্ন তোলেন। সেই সঙ্গে এর সাংবিধানিক বৈধতা আছে কি না সেই প্রশ্ন তোলেন। বুধবার ৩৯ সদস্যের যৌথ সংসদীয় কমিটির বৈঠকে প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী সাংসদরা ওই দুটি প্রশ্নে এক দেশ এক ভোট বিলে আপত্তি জানান।
কিন্তু বিজেপি এবং এনডিএ প্রতিনিধিরা পাল্টা বলে দেন, এক দেশ এক ভোট গোটা দেশ চাইছে। সেই সঙ্গে বিজেপি বলেছে, ১৯৫৭ সালে একসঙ্গে লোকসভা ও বিধানসভা ভোট করানো হয়েছিল। সে সময়ে ৭টি রাজ্যের সরকার ভাঙা হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী জহওরলাল নেহেরু কি সংবিধান বিরোধী কাজ করেছিলেন, সেই প্রশ্ন তোলে বিজেপি। শেষ পর্যন্ত এই বিল পাস করাতে বিজেপি পারবে কি না তা নিয়ে সংশয় রয়েছে. কারণ, বিল পাস করাতে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। যা কেন্দ্রের শাসক জোটের নেই।