আমুদরিয়া নিউজ : বহুচর্চিত ও সমালোচিত সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ ছবির সিক্যুয়েল অ্যানিম্যাল পার্ক এ রণবীর কাপুর কি থাকবেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, আলিয়া ভাটের জিগরা নিয়ে কড়া সমালোচনা করে সেটিকে টুকলি বলে দাবি করেছেন দিব্যা খোসলা কুমার। যাঁর স্বামী প্রযোজক ভূষণ কুমার অ্যানিমাল পার্ক করাচ্ছেন। এখন গোলমাল এমন অবস্থায় যে আলিয়ার কথা ভেবে রণবীর ওই ছবি থেকে সরতে পারেন বলে খবর।