আমুদরিয়া নিউজ : বিয়েতে পাত্রপক্ষ ও পাত্রীপক্ষের মধ্যে চলল ইট ছোড়াছুড়ি। ইটের ঘায়ে জখম কয়েকজন। ঘটনা মুর্শিদাবাদের ভরতপুর থানার আসাননগরে। বিয়ে হবে। পাত্র পক্ষ উপস্থিত। আপ্যায়নের ব্যবস্থাও ছিল ভাল। তবে দেনমোহর ঘোষণার সময় জট পাকে। পাত্রীপক্ষের দাবি, পাত্রকে যা যা দেওয়া হয়েছে তার কিছুই দেনমোহরে উল্লেখ নেই। সে সবের উল্লেখ না করেই নিকাহনামা পড়তে থাকেন হাজিসাহেব। তাতেই ঘোর আপত্তি জানায় পাত্রীপক্ষ। তাতে আবার পাত্রপক্ষের বাড়ির লোক যায় ক্ষেপে। এতেই হাতাহাতি, মারামারিতে পৌঁছয় বচসা। পুলিশ অবশ্য দুপক্ষকেই মানিয়ে নিতে অনুরোধ করেছে।
