আমুদরিয়া নিউজ : গতকালই মুক্তি পেয়েছে আলিয়া ভাট এবং বেদঙ্গ রানা অভিনীত জিগরা। আজই ছবিটিকে নকল করা হয়েছে বলে অভিযোগ এসেছে, অভিযোগ করেছে দিব্যা খোসলা। তাঁর অভিযোগ, তিনি আগে সাভি বলে একটি সিনেমা করেছিলেন। জিগরা সিনেমাটি তারই নকল। তিনি বলেছেন যে দর্শকদের বোকা বানানো হচ্ছে।