আমুদরিয়া নিউজঃ ফের উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখরিত কোচবিহার শহরের রাজপথ। অভয়া কান্ডের দ্রুত বিচারের দাবিতে ফের পথে নামল প্রতিবাদীরা। শনিবার রাতে সিটি জেনস্ ফর জাস্টিস সংগঠনের পক্ষ থেকে কোচবিহার শহরে প্রতিবাদ মিছিল করা হয়। শহীদ ক্ষুদিরামের মূর্তির পাদদেশ থেকে এই মিছিল শুরু হয়। এরপর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করা হয়। এদিন মিছিল শুরু হওয়ার আগে প্রতিবাদীরা ৯০টি মোম জ্বালান। অভয়ার পাশাপাশি সম্প্রতি আলিপুরদুয়ারের জয়গা ও ফালাকাটায় ঘটে যাওয়া শিশু ধর্ষণ- খুনের ঘটনায় জড়িত অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।
এদিন প্রতিবাদীরা আক্ষেপের সুরে জানান, তিন মাস হয়ে গেল কিন্তু অভয়া কান্ডের বিচার হল না। আমার দ্রুত বিচার চাই। উৎসবের জন্য আমরা সব কিছু ভুলে গেছি এমনটা মনে করা ভুল। শেষ বিচার না হওয়া পর্যন্ত আমরা প্রতিবাদ আন্দোলনে থাকব।