আমুদরিয়া নিউজ : কোচবিহারের নদীতে জেলেদের জালে ধরা পড়ছে রাশি রাশি রূপোলী শস্য ইলিশ। আর এতেই মুখে হাসি ফুটেছে স্থানীয় মৎস্যজীবীদের। কোচবিহার জেলার মাথাভাঙ্গার মানসাই নদীতে গত দু-তিন দিন প্রচুর ইলিশ মাছ ধরা পড়ছে। আর টাটকা ইলিশ মাছ দেখতে, কিনতে উৎসাহী মানুষের ভিড় জমছে মানসাইয়ের পাড়ে ও স্থানীয় বাজারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি বছরই শীতের মরশুমের আগে মানসাই নদীতে অনেক ইলিশ মাছ ধরা পড়ে। গত কয়েক দিনে ৪০-৪৫ কেজি ইলিশ জালে উঠেছে। কোচবিহারের মৎস্য বিশারদদের থেকে জানা গিয়েছে, বাংলাদেশের ইলিশের মত স্বাদ ও গন্ধ না হলেও মানসাইয়ের ইলিশ ও সুস্বাদু। তবে আকারে কিছুটা ছোট। প্রতি বছরই এই সময় কম বেশি দেখা মেলে। সব মিলিয়ে রূপোলী ইলিশ নিয়ে স্থানীয়দের মধ্যে উন্মাদনা তুঙ্গে। আরও ইলিশ ধরা পড়বে আশাবাদী মৎস্যজীবীরা।