আমুদরিয়া নিউজঃ কোচবিহার রাসমেলার মেয়াদ বাড়াতে উদ্যোগী কোচবিহার পুরসভা। সোমবার রাসমেলায় কোচবিহার পুরসভার ক্যাম্প অফিসে বোর্ড মিটিং হয়। এই মিটিংয়ে অন্যান্য বিষয় সহ রাসমেলা নিয়ে আলোচনা হয়। সেখানে রাসমেলার মেয়াদ আরও ৫ দিন বাড়ানোর বিষয়ে সম্মতি জানান পুরসভার পৌর সদস্য ও সদস্যারা। রাসমেলা বাড়ানোর জন্য জেলা শাসক ও জেলা পুলিশ সুপারকে পুরসভার তরফে লিখিত ভাবে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয় এদিনের বোর্ড মিটিংয়ে। উল্লেখ্য এবছর রাসমেলা শুরুর আগেই মেলা ১৫ না ২০ দিনের হবে তা নিয়ে জেলা শাসক ও পুরসভার চেয়ারম্যানের মতানৈক্য দেখা গিয়েছে। তবে তারপর দেখা গেল ১৫ দিনের মেয়াদে রাসমেলা শুরু হয়েছে।
এদিন পুরসভার বোর্ড মিটিংয়ে মেলা আরও ৫ দিন বাড়ানোর যে সিদ্ধান্ত নেওয়া হল, তা জেলা প্রশাসন মেনে নেবে নাকি বেকে বসে সেটাই দেখার। কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান, এদিন এখানে বোর্ড মিটিং হল। প্রথা অনুযায়ী রাসমেলা চলাকালীন এখানে পুরসভার ক্যাম্প অফিসে এই মিটিং হয়ে থাকে। অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে। যেহেতু রাসমেলা চলছে তাই এই বিষয়ে কথা হয়েছে। মিটিংয় সকলের ঐক্যমতে মেলা ৫ দিন বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএম, এসপিকে লিখিত ভাবে এই বিষয়ে জানানো হবে। মেলা ৫ দিন বাড়ানো হলে দোকানদার থেকে শুরু করে নাগরদোলা ব্যবসায়ীরা উপকৃত হবেন বলে মনে করছেন অনেকে।এদিন এই বোর্ড মিটিংয়ে প্রাক্তন ভাইস চেয়ারম্যান দেবাশিষ বণিকের মৃত্যুতে শোক জ্ঞাপন করা হয়।