আমুদরিয়া নিউজ : রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। ভালো কাজের জন্য এই অ্যাওয়ার্ড পাচ্ছেন তিনি। প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি এই ঘোষণা করেন। ইতিমধ্যেই স্বরাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসে এরাজ্যের ২২ জন পুলিশকর্তা ও আধিকারিক পাচ্ছেন রাষ্ট্রপতি পুরস্কার। যে সকল পুলিশকর্তারা উল্লেখযোগ্য কাজ করেছেন তাঁদের প্রতি বছর দুটি ক্ষেত্রে পদক দিয়ে সম্মান জানায় কেন্দ্র। প্রথমটি মেডেল অব ডিসটিঙ্গুইশড সার্ভিস-এর জন্য। অপরটি, মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস -এর জন্য।
ওই ২২ জন পুলিশ আধিকারিকদের মধ্যে বিশেষ অ্যাওয়ার্ড পাচ্ছেন কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। বিষয়টি প্রকাশ্যে আসতেই কোচবিহারের পুলিশ মহলে খুশির হাওয়া ছড়িয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা সহ আনুষঙ্গিক বিষয়ে পুলিশ সুপার ভালো কাজ করেছে বলেই এই স্বীকৃতি দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। প্রজাতন্ত্র দিবসের ওই সরকারি অনুষ্ঠানের মাধ্যমে প্রাপকদের মেডেল দেওয়া হবে।
উল্লেখ্য, এবার বিশেষ অবদানের জন্য রাষ্ট্রপতি পদক পাচ্ছেন এডিজি (পুলিশ প্রশাসন) অজয় মুকুন্দ রানাডে এবং এডিজি (ইন্টেলিজেন্স) মনোজ কুমার বর্মা। এছাড়াও রাজ্যের আরও ২০ জন পুলিশকর্তা উল্লেখযোগ্য অবদানের জন্য রাষ্ট্রপতি পদক পাচ্ছেন। তারা হলেন, দ্যুতিমান ভট্টাচার্য, সুপারিটেন্ডেন্ট অব পুলিশ, দেবাশীষ ঘোষ, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ, শুভাশিস ভট্টাচার্য, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ, সোমজিৎ সুর, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ, জয়ন্ত কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ, সুমিত দাসগুপ্ত, ইন্সপেক্টর, নন্দদুলাল ঘোষ, ইন্সপেক্টর, বিভাস দেব, ইন্সপেক্টর, মনোজ কুমার রায়, কনস্টেবল, অনিমেষ ঘোষ, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, গৌতম হালদার, কনস্টেবল,
মহম্মদ শহীদ মোল্লা, সাব ইন্সপেক্টর, সিদ্ধার্থ মণ্ডল, সাব ইন্সপেক্টর, মানস মুখার্জী, সাব ইন্সপেক্টর, বিশ্বজিৎ পাল, সাব ইন্সপেক্টর, রণজিৎ ছেত্রী, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর,
বিদ্যুৎ কর্মকার, সাব ইন্সপেক্টর, তুহিন শুভ্র রাহা, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, সুজাতা মন্ডল, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, সুতপা পাত্র ।