আমুদরিয়া নিউজ : ভোটার লিস্ট সংক্রান্ত বিষয়ে তদারকির জন্য কোর কমিটি গঠন করল তৃণমূল কংগ্রেস। রাজ্যের প্রতি জেলা থেকেই এই কমিটিতে কাউকে রাখা হয়েছে। কোচবিহার জেলায় ভোটার লিস্ট সংক্রান্ত বিষয়ে দেখার জন্য মূল দায়িত্ব দেওয়া হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়াকে। বৃহস্পতিবার কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের মেগা সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন সেই সভা মঞ্চ থেকে ভোটার লিস্ট সংক্রান্ত বিষয় দেখার জন্য তৈরি করা কমিটির নাম ঘোষণা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই কমিটিতে যারা আছেন, তারা এখন থেকে রোটেশন অনুযায়ী অফিসে বসে ভোটার লিস্ট সংক্রান্ত সমস্যার কথা শুনবেন, দেখবেন। সেই সব সমস্যা সমাধানের চেষ্টা করবেন। এরপরও ভোটার লিস্ট সংক্রান্ত কোন সমস্যা যদি না মেটে সেই বিষয়ে দলনেত্রীকে জানাবেন তারা। এদিন সমাবেশ মঞ্চে ভোটার লিস্টে ভুয়ো ভোটার নিয়ে আক্রমণ শানান তৃণমূল নেত্রী। এদিনও ফের একবার দিল্লি মহারাষ্ট্রে ভোটে ভোটার লিস্টে ভুয়ো ভোটার ঢুকিয়ে বিজেপি জয়লাভ করেছে বলে অভিযোগে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপ্লব মিত্র,সুমন কাঞ্জিলাল সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলার নেতারাও রয়েছেন এই কমিটিতে।